প্রথমেই জানতে ইচ্ছে করছিল- নামটা প্রথম কিভাবে এলো?
এরকম অদ্ভুত স্বপ্ন আগে দেখেছি বলে মনে হয় না। রাতে একটু গরম পড়েছিল। এপাশ-ওপাশ করছিলাম। ভোরবেলার দিকে ঠাণ্ডা হয়ে এসেছিল।
আমি অবশ্য কাউকে স্বপ্নের কথা বলতে শুনিনি। তবুও আমারটা বলছি–
স্বপ্নে দেখি- নদীর পাড়ে ঘুমিয়ে আছি এবং ওখানে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখছি যে নদীর অন্য পাড়ে শুয়ে ঐ একই নদীর অন্য পাড়ে শুয়ে ঐ একই স্বপ্ন দেখছি! অনেকটা আয়না ঘরের মত। আয়নার ভিতরে আয়না। অথবা সেলুনে চুল কাঁটাতে গেলে যেমন সামনে-পিছনে আয়না থাকে।
একসময় স্বপ্নের ঘুম থেকে উঠে নদীর মাঝখানে যাওয়ার চেষ্টা করছি তো তখনই ঘুমটা ভেঙে গেল।