• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

হেই, ফ্রেণ্ডশিপ ডে কিন্তু…

August 2, 2009 by শ্রাবণ আকাশ

কিসের কী দিন…
পেটের ধান্ধায় কাজের হেডেক
শুধু ভাবি উইকএণ্ড কবে আসবে
উইকএণ্ড এলো
সাথে ফ্রেণ্ডশিপ ডে
যদিও এখানে উইকএণ্ডের প্রথম দিন
দুপুরের দিকে সেলে নাতির ম্যাসেজ
কোথায় যে এই সব লিরিক পায়–
“বন্ধু, পাশে চাই তোমায়
জীবনের বর্ষা-বসন্তে
সুখে-দুখে
শাওনে-স্বপনে
হাসি ও কান্নায়
সাথে থেকো
নয় শুধু একটি দিনে
থেকো প্রতি মুহূর্তে
সুখে থেকো প্রতিক্ষণ
হ্যাপি ফ্রেণ্ডশিপ ডে
ইতি…”
অনেকটা ছেলেমানুষী মনে হয় আজকাল
চুলে পাক ধরে কিনা…
হিসাব করে দেখলাম
রাত ১২টার পর ম্যাসেজ টাইপ করেছে
আর পাঠাতে যতক্ষণ

এরপর একাকী বিকেল
নাই কাজ তো খই ভাজ
কল দিয়ে শুনি- যখন পড়বে না মোর পায়ের চিহ্ন…
নাহ্‌ বেচারার জন্য একটু কষ্ট হল
এতো ভোরে ঘুম ভাঙাবো
ততক্ষণে লেট হয়ে গেছে
হ্যাআআ…লোওওও
কিরে ঘুমাচ্ছিস নাকি
হুমমম বল
ওকে ঘুমা পরে কল দিবো
ওকে…

Category: ব্লগ

About শ্রাবণ আকাশ

Previous Post:৩ নম্বরটাও জিতল
Next Post:ফার্স্ট উইকএণ্ডে ইনপুট

eBangla.org