টাইটেলটা দিয়ে একটা গান আছে। গানটার জন্মলগ্ন থেকেই তার সাথে পরিচয়। আমার রূপকথা নেই/আমার শুকসারী নেই/ঝাড়বাতি জ্বালানো/সাজানো সাজঘর নেই… ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে গুনগুন করি। অক্ষমতা কিছুক্ষণ চাপা পড়ে থাকে। ভালো কিছু হবে ভাবতেই অজ্ঞান হয়ে যাই। এমন একটি গল্প ধরা পড়েছিল নেটে। কিছু ডাইলোগ মাথায় ঢুকে গেছে। যেমনঃ
-আপনি কোথায় চাকরি করেন?
-আমি কোথাও চাকরি করি না।
-চাকরি করেন না, কেন?
-অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না আর চাকরি ছাড়া অভিজ্ঞতা। আমার দুটো কোনওটাই নেই।