প্রতিটি বিকেল কেটে যেত বন্ধুর আড্ডায়
অবিরত বসে থাকা কফিশপে কিংবা মাঠের কোণায়
সীমাহীন প্রহরের কিছুটা সময়
কেটে যেত এলোমেলো সুরে
মনে পড়ে সেই প্রিয় বন্ধুজন
জানিনা কে কোথায় এখন, “আছে যে কেমন”
সেই স্কুল, সেই মাঠ, সেই হাসি গান
মৃত্তিকার সেই ধুলো মাখা পথ, আজ যে বিরান
ভেবেছি কি আমরা কেউ কখনো
সে দিনের সবই হবে আজ শুধুই স্মৃতি
ভুলি কি করে সেই হাসি ভরা নিদ
মনের পাতায় দিনগুলি আজ শুধুই অমলিন
সময়ের স্রোতে ভেসে আজ সবার থেকে দূরে
তবু ফেলে আসা সেই স্ব্প্নীল ক্ষণ মনে যে পড়ে
জীবনকে সাজাতে এখন নিজের মত করে
সবাই আজ ব্যস্ত ভীষণ নিজের গতিপথে
জানিনা কোথায় বন্ধু তোরা, ব্যস্ত জীবনে আছিস কেমন
শুধু মনে রাখিস যেখানেই থাকিস যেমন
হাজারো স্মৃতি আজ ডাকে যে আমায়
উৎসর্গ সে দিনের বন্ধু তোদের আজকের এই কবিতায় ।।