• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

আমি এবং বাংলা ব্লগ

May 3, 2007 by শ্রাবণ আকাশ

ব্লগের জগতে আমার কারবার খুব বেশি দিনের নয়। একটা সময় ছিল যখন শুনতাম কেউ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু তার কোন ই-মেইল এড্রেস নেই তখন নিজের অজান্তেই ভ্রূ কুঁচকে যেও। (এখন মোটামুটি সবারই ই-মেইল এড্রেস আছে। ইন্টারনেট না থাকলেও অনেকে সাইবার ক্যাফে থেকে ব্যবহার করে।) কিন্তু এরকম একটা ব্যাপার এই কিছুদিন আগে আমার দিকেও ধেয়ে এসেছিল। অনেকদিন ইন্টারনেট ব্যবহার করলেও আমার কোন ব্লগ ছিল না। এক বন্ধু তা শুনে তো আকাশ থেকে পড়লো। অতঃপর সে বাংলা ব্লগ সহ অনেক ব্লগের খবরাখবর জানালো। বাংলা ব্লগটা নাকি তার এক বন্ধুর। সেই হিসেবে এখানে অবশ্যই ব্লগ খুলতে বলল। পড়েছি মোগলের হাতে…

বন্ধু কথা আদায় করে নিয়েছিল। আমিও কথা রেখেছি। তা ব্যাপারটা মন্দ নয়। বাংলা লেখা তো অনেকদিনই হয় না। অনেকদিন লিখি না বলে এখন লিখতে গেলে বানানও ভুল হয়। অনলাইনে বাংলা চর্চা অবশ্য ছিল। তবে তা রোমান হরফে। ই-মেইল। সুতরাং বানান ভুলের কোন ব্যাপার-স্যাপার ছিল না। এখন ভুল হলেও এই বাংলা টাইপিংটা মজার। বিশেষকরে ইউনিকোডে। চেষ্টা করি বানান ভুল কম করতে। সবারই করা উচিত, তাই না। না হলে চলবে কেন। এত সুযোগ থাকতে অনলাইনে মাতৃভাষাটাই যদি না লিখতে পারি…

বানান ভুল করার ব্যাপারটা বাদ দিলে কিন্তু ব্যাপারটা খারাপ না। ভালোই লাগে। লেখালেখিতে যদিও অভ্যস্ত না, তবুও চেষ্টা করছি হাবিজাবি যা মনে আসে লিখে দেয়ার। তবে রেগুলার লেখাটা ঠিক হয়ে ওঠে না। ব্যস্ততা। অন্তত পেট তো চালাতে হবে।

(বাড়ি ভাড়া/বাড়িওয়ালা নিয়ে আরেক খণ্ড নাটক হয়ে গেছে। সময় পেলে পরে লিখে দেব এখানে।)

Category: ব্লগ

About শ্রাবণ আকাশ

Previous Post:সিনেমাঃ পথের পাঁচালী
Next Post:কখনো কি আয়নাতে মুখ দেখনা

eBangla.org