উঠোনে ছড়ানো সর্ষের ভেতরে ঢুকে
বসে আছি চুপচাপ, আমি আর ভূত
আমাদের যে পথ দেখাতে পারে, সেই ধুরন্ধর কবিরাজ
সন্ধ্যা থেকে শাপশাপান্ত করে লেগেছে মেয়ের পেছন
শুকনো ঝালের পুড়ে যাওয়া গন্ধ আর হাজার রকম কৌতুহলী মুখ
অসাবধানী মেয়ে, ভর দুপুরে চুল খুলে কেউ পুকুর পাড়ে যায়
কি হবে তোর, এই হঠাত্ লাগা অন্য রকম হাওয়া
এই কবিরাজ কি পারবে? আশেপাশে সাতগ্রামের কেউ?
এই কবিরাজ কি জানে?
এখানে সর্ষে ভাঙালে এখন আর তেল পাওয়া যায় না,
এখানে সর্ষে ভাঙালে অজস্র ভূত বের হয়ে …