• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

রাশিফল এবং আমি

May 21, 2007 by শ্রাবণ আকাশ

সপ্তাহ দুয়েক আগে ‘প্রথম আলো’র ’ছুটির দিনে’ রাশিফল নিয়ে একটু টেনশনে ছিলাম। …কি এমন পরিচয়! যেমনটি আশা করেছিলাম তেমনটি না হলেও কিছু একটা হয়েছিল। প্রত্যক্ষ পরিচয় না হলেও আশেপাশে একজনের নামটা মাঝে মাঝেই গুঞ্জরিত হচ্ছিল- সেটা বুঝতে পারছিলাম। আমাকেও বলা হয়েছে কিছুটা। আবার সবার মনে একটু দ্বিধাও আছে- যদি না হয়!

মনের মাঝে অনেকদিন থেকে যার ছবি আঁকা, মনে মনে কথোপকথন, স্বপ্নের জাল বোনা, ভাবনা চিন্তাগুলো এতদিনে একদিক থেকে কিছুতা হলেও স্বীকৃতি পেল। বৈধতাও বলা যায়। কেননা নিজেকে মাঝে মাঝে খুব দোষী বলেও মনে হত। ভাবতাম আমি যেভাবে চিন্তা করছি সেটা বোধহয় ঠিক হচ্ছে না। এরকম ভাবার অনেক কারণও ছিল। কাছাকাছি থাকার সময় আশেপাশের কারো কাছ থেকে ব্যাপারটাকে নিয়ে কোন উত্সাহ পেতাম না। আর ভয়ে তার দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারতাম না। ভালোলাগার দিনগুলো এভাবেই যায়…

‘প্রথম আলো’তে গত সপ্তাহে বাংলা বছরের শেষ রাশিফলটা পেলাম না। কিছুটা হতাশ। নিজের ভাবনা-চিন্তাগুলো কোনদিকে যে যাচ্ছে- বুঝতে পারছিলাম না। কি ভাবব আর কি ভাববনা- এখনো ঠিক বুঝি না। চারপাশের পরিবেশটা শুধু ধোঁয়াতেই নয়, অনেক জটিলও। এরকম অবস্থায় ১৪১৪ সনের প্রথম রাশিফলটা পেলাম। সারা বছরের ফলাফলটা… একেবারে বিবাহ-টিবাহ সহ!

কি জানি কি হয়… 

Category: ব্লগ

About শ্রাবণ আকাশ

Previous Post:কি লিখি…
Next Post:প্রিয় বাংলাদেশঃ যা হচ্ছে…যা হচ্ছিল…

eBangla.org