‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা…’ অনেকদিন কান্না করা হয় না। বাইরে বেরিয়েই বৃষ্টির মুখোমুখি। এভাবে এলোমেলো জীবনটা…
‘…খুঁজি যারে পাইনা তারে যে আছে অন্তরে…’ দেখা হয় না প্রায় ৮ বছরের বেশি। অথচ দেখা হতে পারত প্রতি বছর; প্রতি মাস; প্রতিদিন; প্রতিক্ষণ। এখন দেখা না হলেও দেখি। চোখ বুজলেই দেখি… কথা বলি আকাশের পানে চেয়ে চেয়ে…
সেই যে হলুদ শাড়ি, গাঁদা ফুলের অলঙ্কার, আলতা রাঙানো… বসন্ত উত্সব শেষে যেন পদ্মের মুখে বিন্দু বিন্দু শিশির কণা… মনের ফ্রেমে যে ছবিটি আঁকা হয়ে গেল তার খবর কে রাখে!
খবর পাই- সত্যি সত্যি বাগানে বসন্ত…ভ্রমরের গুঞ্জন…আরো কত কি যে। লম্বা কালো বেনী দুলিয়ে রানীর মত…
ইচ্ছে ছিল এক সময় পদ্মটি তুলে সযত্নে লুকিয়ে রাখবো। আজ জল ভরা দুইটি চোখ লুকানোর জায়গা নেই… তোমাকে এনে কোথায় রাখি…