কয়েক দিন থেকে প্রচন্ড ঠান্ডা। বাইরে বের হচ্ছিনা। আসলে বের হওয়া যাচ্ছে না বা বাইরে যেতে সাহস হচ্ছে না। বলতে গেলে গৃহবন্দী। কিন্তু এমন এক বাঙ্গালী বাড়িওয়ালার বাড়িতে ভাড়া থাকি যে এত ঠান্ডাতেও বাড়িতে ঠিকমত heat দেয় না। ঘরের মধ্যে গরম জামা-কাপড় পরে থাকতে হচ্ছে। কিন্তু তাতেও যখন কাজ হয় না তখন সকাল-বিকাল দুই বার গিয়ে বলে আসি heat দেয়ার জন্য। কিন্তু কতবার আর বলা যায়। এখন নিজের কাছেই লজ্জা লাগে।
একই বাড়িতে আরো কয়েক বাঙ্গালী পরিবার থাকে। মাঝে মাঝে তাদেরকে বলি বাড়ীওয়ালাকে বলে আসার জন্য। তাদের অবস্থাও একই রকম। বাঙ্গালীর লজ্জা আসলেই বেশী। কিন্তু নিয়ম হল বাইরে টেম্পারাচার ৪৫ ডিগ্রি ফরেনহাইটের নিচে নামলেই ঘরের টেম্পারাচার কমপক্ষে ৫৫ রাখতে হবে। সেখানে এখন ১৩ ডিগ্রি ফরেনহাইট। তবে বাঙ্গালীদের নিয়ম শিখাবে কে! এদিকে heat না দিলে সিটিতে কল করে কমপ্লেইন করা যায়। কিন্তু ওই যে- বাঙ্গালী হয়ে আরেক বাঙ্গালীর ক্ষতি করি কি করে! তাহলে আর কি, ঠান্ডার (বাঙ্গালী) সাথে মানিয়েই চলতে হবে। না পারলে শেষ পর্যন্ত নিজস্ব খরচে হিটার কিনে ব্যবহার করা।
(গত মাসের ইলেকট্রিকের বিলটা পেলাম। সেটা হাতে নিয়ে ইচ্ছে হল বাঙ্গালী বাড়ীওয়ালার দুই গালে কষিয়ে দুইটা চড় মেরে আসি।)