এতোদিন ধরে আমাদের সুরক্ষিত আমাদের ধানক্ষেত-পাটক্ষেতের ঐতিহ্যে এবার ভাগ বসালো নিউইয়র্কের হাডসন নদ। আমাদের ধানক্ষেত-পাটক্ষেতের মতোই পটুত্ব দেখিয়ে হাডসন নদও বুকে তুলে নিলো আকাশের প্লেনকে। পার্থক্য শুধু ধানক্ষেত-পাটক্ষেতে অবতরণ অনিচ্চাকৃত আর হাডসন নদে অবতরণ ইচ্ছাকৃত; সেটা এতই নিরাপদে হয়েছে যে দেড়শর বেশী আরোহী চালক এবং বিমানবালা- সবাই অক্ষত।
বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঘটনা। খবরটা প্রথম শুনি ৪টার দিকে। তখনও ব্যাপারটা পুরো বোঝা যাচ্ছে না। ভাবলাম আমাদের ধানক্ষেত-পাটক্ষেতে প্লেন ক্রাশ করার মতই কোন ঘটনা (লাদেনের কথা মনে আসেনি)। কাছে টিভি না থাকায় অনলাইনে খবরগুলো দেখে-শুনে তো অবাক হবার পালা। সত্যি মিরাকল! ল্যাণ্ড করার সময় যদি একটা পাখা কোনক্রমে কাত হয়ে যেত তাহলে হয়তো প্লেনটা ডুবে যেতে বেশীক্ষণ লাগতো না।
যা হোক, এতোক্ষণে সবাই হয়তো খবরটা বিস্তারিত জেনে গেছেন। শেষে ভাবলাম, ধানক্ষেত-পাটক্ষেতের ব্যাপারটা নিয়ে না ভাবলেও পারতাম।