অলস মস্তিষ্ক কি করে শয়তানের কারখানা হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাড়িতে বসে বসে ছুটি কাটাচ্ছি। আর ছুটির দিনে আসলেই কিছু করার না থাকলে যে এতো বিরক্তকর হতে পারে আগে জানতাম না। কোথাও বের হব- তারও উপায় নেই। বাইরে এতো ঠান্ডা, তার উপর আবার বৃষ্টির পূর্বাভাষ। কতক্ষণ আর ঘুমানো যায়। টেলিভিশনেও যতসব পুরানো অনুষ্ঠানের পুনঃপ্রচার। কিযে করি!