প্রিয় এভারগ্রীণ বাংলা ব্লগার, ধুয়ে-মুছে বাংলা ব্লগ আবার নতুন রূপে হাজির। এখানেও আগের ওয়ার্ডপ্রেস-এর সহায়তা নেয়া হয়েছে। শুধু লেটেস্ট ভার্সনটা ব্যবহার করা হয়েছে।
হাসিন-এর বাংলা লেখার প্লাগইনটা ব্যবহার করা হয়েছে যাতে বাংলা ইউনিকোড, ফোনেটিক এবং প্রভাত কিবোর্ডের সাহায্যে বাংলা লেখা যাবে। তবে ফোনেটিকটা যে কিভাবে কাজ করে- বুঝতে পারছি না। ব্যক্তিগত ভাবে আমরা কাজে লাগাতে পারিনি। তবে অভ্র কিবোর্ডের সুবিধা নিলে বাংলা লেখার ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়।
বাংলা ব্লগে ইউনিকোড সিস্টেম ব্যবহার করা হয়েছে। তাই এখানে লিখতে-পড়তে হলে কম্পিউটারে বাংলা ইউনিকোড সেটিংসগুলো আগে ঠিক করে নিতে হবে। উইন্ডোশ ভিস্তা হলে এটা লাগবে না। আর বাংলা সোলাওমানলিপি ফন্ট ডাউনলোড করে নিলে বাংলা লেখাগুলো ভালোভাবে পড়া যাবে।
কিছু সুবিধা আনতে অনেক প্লাগইন ব্যবহার করা হয়েছে। সুযোগ-সুবিধার জন্য হয়তো আরো ব্যবহার করা যেতে পারে। কারো কোন রিকমেন্ড থাকলে জানাতে পারেন।
ব্লগারদের ছবির জন্য গ্রাভাটারসহ অন্য একটি প্লাগইন আছে যাতে গ্রাভাটারসহ ব্লগারা এখানে নিজস্ব ছবি আপলোড করতে পারবে। আপাতত দুই ধরনের ছবিই ডিসপ্লে করা হলো।
রেজিস্ট্রেশন করা কালে এখন আর একাধিক শব্দ ব্যবহার করা যাবে না, মানে মাঝে কোন স্পেশ দেয়া চলবে না। শুধু একটা শব্দ ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।
নতুন বাংলা ব্লগের সিস্টেম এবং ডিজাইন কিছুদিন পর্যবেক্ষণ করা হবে। কোন ভুল-ত্রুটি, সুবিধা-অসুবিধা কিছু থেকে থাকলে দয়া করে আওয়াজ দিবেন। এটিকে একটি সুন্দর সার্থক বাংলা ব্লগারদের মিলনমেলায় পরিনতি করতে সবার সহযোগিতা একান্ত কাম্য। আশা করি কেউই নিরাশ হবো না।
ধন্যবার।
হ্যাপি বাংলা ব্লগিন।