যেন অনিচ্ছা না আসে
জীববিদ্যা পড়ুয়া প্রেমিকা আর
একদল মানুষের সাথে সমুদ্রভ্রমণে
একটা দিনের বেশি ইউক্লিড পাঠ
করলে হয়তো অনেক স্বাচ্ছন্দ্য আসে
বিরোধিতা অথবা নিরীহ মতামতে
আর যদি তাতে লাগা শ্রবণ প্রক্রিয়া
না থাকে সেখানে তবে
জাহাজের বারান্দায় ডানা রেখে
ঘুমিয়ে পড়ছে বিশাল শকুন আর ক্লান্ত রোদ
#
এখন নোঙর ফেলে দেখি নাবিকের মনস্তত্ত্বে
পৃষ্ঠতলে গভীরতা কম
এটা জেনে অস্থিতরা বাড়ে
সবার, ভাটার সময়ও
আরো অনেক সন্ধ্যার নির্বাচনে,
ঘুরপাক
দিশেহারা হয়ে ওঠে সমুদ্রসারস,
অনেকের ভিড়ে হটাৎ কোথাও
লাফিয়ে উঠছে বিশেষ একটা স্তন্যপায়ী প্রাণী
#
আধশোয়া জলের সৈকতে
বসে থেকে ক্লান্ত হয় বৃদ্ধ কাক, বৃদ্ধ চিল
দাঁত থাকলে সেখানে আটকে থাকতো
বছরের পুরনো আমিষ
ঘন্টা ডুব দিয়ে সিনেমা বানানো
প্রেমিক প্রেমিকা জলের বুদ্বুদ হয়ে
সঙ্গ দিচ্ছে মধ্যদিন
একা চলে তবুও নিজস্ব ঢেউ
এককের সাথে
বালি চলে হাওয়ার দেশ
চলো, দেখা যাচ্ছে কতগুলো
অন্য প্রজাতির ডিম