আমার এ সপ্তাহের রাশিফল, কাওসার আহমেদ চৌধুরীর সৌজন্যেঃ
“সেপ্টেম্বর-এর পরে অক্টোবর না হয়ে ‘অক্টোম্বর’ কেন হবে না-এই নিয়ে একবার তর্ক জুড়ে দিয়েছিল আমার এক ছোট্ট ভাগনি। ওর যুক্তি-বাকিটা তো নভেম্বর ডিসেম্বর-এভাবেই রয়েছে। ···জীবনেও যে মাঝে মাঝেই ছন্দপতন হয় এবং সেটাও যে একটা ছন্দ বা নিয়ম-এ কথা বুঝতে হবে। এখানে হাহাকারের কোনো স্থান নেই। সবকিছুই যদি একই শৃঙ্খলায় চলত-তাহলে সভ্যতা বিকাশের ধারাবাহিকতাও আজ অব্যাহত থাকত। নিজের জীবনটা নিয়ে তাহলে অন্যরকম কেন ভাবছেন?”
এই “কেন ভাবছেন” কথাটা নিয়েই আবার ভাবনায় পড়ে গেলাম।