সত্য বলে যদি কিছু থাকে তা হবে অলীক কল্পনা
মিথ্যা বলে যাকে জানি তাই বাস্তবতা!
জীবনের প্রয়োজনে-অজানা কারনে
প্রতি মুহুর্তে নি:শ্বাসে বিশ্বাস স্থাপন করি
রক্তের অনুতে মিশে আছে বাস্তবতা নামক মিথ্যা ।
এক জীবনে একজনই থাকে স্বপ্নে
বাস্তবতায় হাজারো জন ছেয়েগেছে বিষের ন্যায়!
দেহের চাহিদায়-সমাজের প্ররচণায়
হঠাৎ করে ভুল করে বসি ভুলের কারনে
পবিএতার জপ জপে শুদ্ধ করি নিজেকে ।
আত্মা আর দেহের ভাষায় জীবন চলে
কখনো কাদে, হাসে হায়নার হাসি:
নষ্টের জোয়ারে নিজেকে হারিয়ে ফেলে !
হঠাৎ কি যেন হয়
প্রলয় ওঠে আত্মায়-কম্পিত হয় হ্রদয় ।