• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

অনেক দিন পর আবার গান না জানার আফসোস

November 1, 2006 by শ্রাবণ আকাশ

হ্যাঁ, গান না জানার জন্য মাঝে মাঝেই আপসোস হয়। তবে অনেকটা দিন খানিকটা ব্যস্ত থাকায় ভালোই ছিলাম। এই গানটা অনেকদিন অনেকের মুখে শুনেছি। হাবিবের গাওয়াও শুনেছি। কিন্তু কি এক কুক্ষণে হঠাত্‌ আবার শুনে ফেললাম নিশিতা বড়ুয়ার কন্ঠে। সেই থেকে ওর সুরে সুর মেলাতে ইচ্ছে করছে। কিন্তু গানইতো জানি না ছাই! বার বার টেনে টেনে কতবার যে শুনলাম তবুও স্বস্তি পাচ্ছিনা কিছুতেই। বরং নেশার মত ধরে গেছে।

ভালোবাসবো বাসবোরে বন্ধু, তোমায় যতনে 
আমার মনের ঘরে চান্দের আলো, চুঁইয়া চুঁইয়া পড়ে 
*___ রাখবো রাখবোরে বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো বাসবোরে বন্ধু, তোমায় যতনে 

দুধে আলতা গায়ের বরণ, রুপযে কাঞ্চা সোনা 
আচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পরেনা
আমি প্রথম দেখে পাগল হইলাম, মনতো আর মানেনা 
কাছে আইসো, আইসোরে বন্ধু প্রেমের কারণে 
ভালোবাইসো বাইসোরে বন্ধু , আমায় যতনে 

নিশি ঘরে জোনাক নাচে , মনেরো গহীন বনে 
সপ্ন দেখাও বন্ধু তুমি, নিবীড় আলিঙ্গনে 
তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম 
নিলাম আপন করে 
পাশে থাকব থাকবোরে বন্ধু, তোমার কারণে
ভালোবাসবো বাসবোরে বন্ধু , তোমায় যতনে

*জায়গাটাতে ভালো করে বুঝিনা, অনেককে জিজ্ঞেস করলাম। একেকজন একেক কথা বলে। আসলে কি হবে?

Category: ব্লগTag: গান

About শ্রাবণ আকাশ

Previous Post:So tired of “Couldn’t connect” message
Next Post:I have joined in EverGreen Bangla by my self : )

eBangla.org