নারী যদি শুধুই নারী দেহতবে দিলাম তোমায় মাংসের দামে বেঁচে………. পাশ ফিরে শুয়ে আছে পাশা খেলুড়েরা আশা নেই তারা আরযাবে না তো ফিরে কিছু ঘোড়া ঘুরে ঘুরে হয়ে গেছে ঘোরভাবছি ঘুড়ি হব ঘুমদের দেশে ঘুমে ঘুমে ঘুমাঘুম যেন ঘুমদৌড় আবার কবিতা হবে আবার দুঃখ পাবো নতুনতো কিছু নয় (নতুন কি আর) তোমাকে ইচ্ছে করি তোমাকে কি যে করি কিছু করা হয় নাতো আরঅনেকদুর থেকে অনেক দুরে ছেড়ে যায় দুরপাল্লার বাস আমি দেরী হাঁটেনা আমার পা ভেসে যাবে উড়ে যাবে প্রোটোকল কড়াকড়ি তুমিতো জানো না নারী যখনই ইচ্ছা করি ছুঁেয় আসি ভেতর তোমার চাঁদ ছুঁই নিমিষেই অথচ তোমার বাড়ি পথ শেষে অসীম পথ আর আমাকে চেনো না তুমি নিজেকে যতই ঢাকো আমিতো দেখতে পারি তোমার গোপন আমাকে এড়িয়ে জয়ী হ্যালুসিনেশন তুমি দেবে পারি অমুক রাজার দেশে তোমাকে সঙ্গে করে বড় বেশী জিতে যাবে অমুক রাজকুমার আমিও মানুষ দেখো এমনও মানুষ খোদার খাসি হেরে হেরে জিতি আর যাকে ভালবাসি ঠিক তাকেই হত্যা করি বিশ্বাস করো শুধু এইটুকু পারি বুঝবে না তুমি লেখা আছে ইতিহাসে ঈশ্বর জানেন পৃথিবীর যাবতীয় নারীসেতো শুধু আমার জন্যে হয়েছিল তৈরী অগত্যা প্রেম এই দেখো পাঁজড় আমার তবুও কেন আসি এতটা কুকুর আমার দুপুরগুলো রাত হয়ে যায় আর আমি কোথায় যাবো বলো জন্মান্ধ শুধু তোমার কাছেইতো আসতে পারি তুমি নিষ্ঠুর তুমি ঘুমোও পালঙ্ক বিষের পেয়ালা হাতে সেই একই নারী কোথায় যাবে তুমি কতটা দুর তোমাকে হরণ করে জিতে যাবো আরো একবার