তথ্যপ্রযুক্তি সমৃদ্ধর উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রোফেশনাল ওয়েব সাইট সব ধরনের পেশাজীবীদের যোগাযোগকে সহজ করেছে।
www.linkedbd.com (প্রোফেশনালদের ওয়েব সাইট )
আমাদের দেশের প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা ও কর্মজীবী প্রোফেশনালদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান যে ভূমিকা রাখছে তার নামটি লিংকডবিডি.কম।
প্রথমত লিংকডবিডিতে রেজিট্রি হয়ে, যে কোন পেশাজীবী বিশ্বস্থ সয়ংক্রিয় ওয়েব নেটওয়ার্ক, আর্টিকেল, কোয়েন্সেন রাইটিং-এর মাধ্যমে পেশাগত উন্নয়ন ও দক্ষতাকে যুগ-উপযোগী ক্রমধারায় এগিয়ে নিতে পারবেন। লিংকডবিডি-র মাধ্যমে কোন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা সরাসরি বেছে নিতে পারবেন তাদের পছন্দসই পেশাজীবীকে, তেমনি পেশাজীবীরাও নিয়োগকর্তাকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তার প্রতিষ্ঠানে জব সুইচ করার কথা জানাতে পারবেন । যেকোন প্রতিষ্ঠান তাদের সেবা বা পন্যের বিজ্ঞাপন সাশ্রয় মূল্যে লিংকডবিডি.কম-এ দিয়ে কমসময়ে যথেষ্ট প্রচারের সুযোগ নিতে পারেন।
জবদাতাঃ জব পোটিং, যেকোন প্রতিষ্ঠানের জন্য ফ্রি (কম সময়ের জন্য)। ফ্রি প্রোফাইল রেজিট্রির মাধ্যমে লিংকডবিডি সাথে সংযুক্তি হতে পারেন। নিয়োগকর্তা নিজের প্রোফাইল থেকে সরাসরি প্রার্থীর সংঙ্গে যোগাযোগের মাধ্যমে, ফ্রি সেবায় সরাসরি তাদের নিজের পছন্দসই কোন যোগ্য/ইফিসিয়েন্ট প্রোফেশনালকে তাদের প্রতিষ্ঠানের জন্য নির্বাচন করতে পারবেন।
জবপ্রার্থী/প্রার্থীনিঃ প্রোফাইল রেজিট্রির মাধ্যমে লিংকডবিডি সাথে সংযুক্তি হতে পারেন। সরাসরি পছন্দসই কোন নিযোগকর্তা বা প্রতিষ্ঠানের সংঙ্গে নিজের জব সইচ করার আহবান জানাতে পারেন।পেশাজীবী প্রোফাইলের মাধ্যমে সয়ংক্রিয় ভাবে নিজের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ক্ল্যাসমেট এবং চাকুরী করেছেন এমন বা চাকুরীরত প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার কর্মকর্তাদের মধ্যেও দৃঢ় নেটওয়ার্ক তৈরী হবে, যা আপনাকে বেশী সহযোগী ও পরিচিত করে তূলবে মূহুর্তে মূহুর্তে।এর ফলে আপনার কাছে থেকে হারিয়ে যাওয়া বন্ধু/সহকর্মী/স্যার/বস, আপানার যোগাযোগে এসে যাবে।
শিক্ষার্থী/শিক্ষার্থীনিঃ প্রোফাইল রেজিট্রির মাধ্যমে লিংকডবিডি সাথে সংযুক্তি হতে পারেন। সরাসরি পছন্দসই কোন নিযোগকর্তা বা প্রতিষ্ঠানের সংঙ্গে ইন্টারশপ ষ্ট্যাডির বা নুতন ফুলটাইম/পার্টটাইম জব করার জন্য সরাসরি আহবান জানাতে পারেন।পেশাজীবী প্রোফাইলের মাধ্যমে সয়ংক্রিয় ভাবে নিজের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ক্ল্যাসমেদের মধ্যে বন্ধুত্বর নেটওয়ার্ক ও পরিচিতি আগের চেয়ে বাড়িয়ে নিতে পারেন মূহুর্তে মূহুর্তে।এর ফলে আপনার কাছে থেকে হারিয়ে যাওয়া বন্ধু আবার আপানার যোগাযোগে মুঠোয় থাকবে।
পেশাজীবী হিসেবে ওয়েবসাইটটিতে আপনাকে আর্টিকেল, কোয়েন্সেন রাইটিং, জব সাচিং সহ আরো অসংখ্য নিত্য নুতন ও অনন্য ফিচার যা আপনাকে প্রতিটি লগইন-এ, প্রতিদিন চমকপ্রদ রাখবে। এখন রেজিষ্ট্রি করে প্রতিদিন লগইন করে আপনার প্রোফেশনাল নেটওয়ার্ক সুদৃঢ় করুন। প্রতিষ্ঠানের লোগো, নিজের ছবি, ঠিকানা, মোবাইল নং, ফোন নং, বিবরন সংযুক্তি করতে পারবেন ও প্রয়োজনে ইডিট করতে পারবেন। তাছারা যেকোন পেশাজীবী প্রোফাইলকে আপনার নেটওয়ার্কে সংযুক্ত করতে পারবেন বা সংযুক্ত প্রোফাইল বাতিল করতে পারবেন, আপানার গোপনীয়তা সহ বা ছাড়া।