উত্তুরে হাওয়ায় দুলছে দেশের রাজনৈতিক অবস্থা। ঈদের ছুটির কারণে দেশের পত্র-পত্রিকাও বন্ধ। ঠিকমত বুঝতে পারছিলাম না দেশের অবস্থা। আজ শনিবার। কিছু কিছু পত্রিকা আবার নিয়মিত। কিন্তু আমার নিয়মিত কিছু ফিচার পাতা না পেয়ে মূল পত্রিকায় আগে চোখ বুলাতে হলো। খবরাখবর তেমন কিছু দাগ কাটতে পারছিলো না। রাজনৈতিক নাটক চলছে…চলবে…। (ভেবে কিছু করার নেই, তবুও কিছু একটা করার দরকার!) ‘অসুস্থ লোকটি’ শপথ নিচ্ছে না, এলডিপি-র আত্মপ্রকাশ, হাওয়া ভবন নিরব, জাপানকে ‘ক্ষুদ্রঋণ’-এর ধারণা গ্রহণ করার উপদেশ (জাপানের আর কি কি দরকার!?), এরশাদের চারদলীয় জোটে না যাওয়াসহ সংক্ষিপ্ত কিছু খবর। (ছুটির রেশ এখনো কাটেনি কিনা, তাই!) তবে আমার কাছে সবচেয়ে বড় খবরটি ছিলো- যায়যায়দিনের বন্ধ ঘোষণার খবরটি। এটা দৈনিক হবার আগে সাপ্তাহিকে এটার দৈনিক হওয়া নিয়ে শফিক রেহমানের ‘দীর্ঘ’ বিজ্ঞাপনটির কথা মনে পড়ে গেল। এতো আয়োজন এভাবে বন্ধ হয়ে যাওয়াটা সত্যিই দুঃখজনক। বিশেষ করে নির্বাচনের আগে এই সময়ে বিএনপির কাছে আরো কষ্টকর। বেচারাদের পক্ষে সাফাই গাইবার মত দৈনিক তো আর থাকলো না।
[আমার কষ্ট হবে তাদের ওয়েবসাইটটির জন্য। ১০০ভাগ ইউনিকোড ছিল। কপি-পেষ্ট করার জন্য ছিল চমত্কার। ফিরে এস ‘চলেযাওয়াদিন’!]