নিঃসঙ্গ নৈসর্গে প্রিয়তম মৃত্যু হে
জড়িয়ে নাও নিবির প্রেমাবেগে
সাথী করে চল নিয়ে অভিসারে
মাটির স্তবক ভেদ করে ওই-
ছায়া ঘেরা সুশীতল অন্ধকারে
উজার হতে চাই আলিঙ্গনে তোমার
এ দেহের মাংস অস্থি রক্ত পচে গলে সব-
মিশে যাক প্রতি ভাঁজের খাঁজে
মৃন্ময় দেহের কষ্ট পোড়া গন্ধ শুষে নাও
মাটির সোঁদা গন্ধে ঢেকে দাও লোবানের ঘ্রাণ
পৃথিবীর যাবতীয় ঈন্দ্রীয় সুখ দুঃখানুভূতির দাও জলাঞ্জলী
প্রতিক্ষায় আছি প্রিয়, সেই সুদিনের
ব্যাকুল তোমার অংশে হতে অংশী
সে কি উন্মাদনা রক্তে ঘামে!
অঙ্গ-প্রতঙ্গে কি ভীষণ প্লাবণ!
কি নিদারুণ তৃষ্ণা এ বুকে আমার-
মৃত্যু, তুমি যদি জানতে!
নিরবে পেতেছি মসলিন জায়নামায হৃদয় জমীনে
জানিয়েছি আর্জি আল্লাহ্কেঃ
শুধু তোমার সমীপে গন্তব্য জেনেই
কবরের এই অন্তহীন আঁধারকে করছি মিনতি-
কর গ্রাস এই পোড়া গন্ধ গেরুয়া মাটির দেহ
শত লাঞ্চনায় অপমান বঞ্চনায়-
অপবাদের কুঠার আঘাতে
আর যে পারছি না!!!