এত কষ্ট আমি কেমনে শয় বলো,
তোমাকে ভুলা যে বড় দায়।
সারাক্ষণ কেন তোমাকে ভাবি,
কাজ বলো আর যেখানে বলো,
সেখানে যেন সেই তুমি।
তুমি একটি বার ভাবলে না,
তুমি বিনে আমি বড় একা।
এত কষ্টের জন্য কি আমার জন্ম স্রষ্টা?
এত ভাবনা আর এত যাতনা,
সবই তোমার জন্য আমার।
আমি প্রহর গুনি রাত গুনি,
এখন গুনি মাস,
হয়ত গুনতে হবে বছর বার মাস।
আমি গুনব বছর কি বা শেষ ত্যাগ।
দেখবো তোমার গর্ববাস,
কাদবে তুমি সর্বখানে।
এ সমাজ আমায় কি দিলো ?
আর তোমায় দিল স্বর্গবাস।
তোমায় স্বাধীনতা দিয়ে কি পেলাম?
তা তো সবার আজ অজানা।
পেলাম শুধু,
অন্যের মিলন মেলায়।
তুমি মোর গর্ব ছিলে,
ছিলে মোর জীবনান্দ।
তোমাকে ভাবতেও ঘৃৃণা হয়।