• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

অর্থ জানলে প্রেম হয় জপলীলা

June 17, 2008 by kobiabdul

প্রেম, হে প্রেম ভালোবাস আমায় তুমি ঘৃণা করনা,
উদাস আমি বুকে আমার নিদারুণ জ্বালা
,
আমার প্রিয়ার তরে অধীর হয়েছি

আমি হব প্রাণহীন মাটি যেমন আকুল হয়ে মাগে পালা।

প্রেমহীন জীবন, স্বপ্নহীন নয়ন,
আত্মা কালাপানিতে ডুবে আছে আনন্দসলিল চাই হতে উজালা
,
সাথীহীন পথিকের মত দিশাহারা
,
আমি সুখেরবাসর খুঁজছি পথ চিনিনা দিশা দাও মাওলা।

প্রেমহীন জীবন মরুভূমি,
গন্তব্য অনেক দূর জানি মরীচিকা প্রতি বাঁকে সমরস চাই বালা
,
নৈরাশ মন, রংহীন স্বপ্ন নির্জন রজনী যন্ত্রণাদায়ক জানি
,
তারা কাঁদে আমার দুঃখে শশিকলা।

প্রেম প্রেমময়ীর মাঝে আছে প্রেমে বেদনা,
প্রেম মাত্র এক অনুভূতি জানি নারী হল সজলা
,
আলো পানি বাতাসে আছে প্রেম জীবন দান করে প্রাণবন্ত
,
অর্থ জানলে প্রেম হয় জপলীলা।

Category: ব্লগTag: প্রেমের কবিতা

About kobiabdul

Previous Post:Osho – 2
Next Post:আমার রাশিফল – সপ্তাহ: জুন ২১, ২০০৮

eBangla.org