• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

Osho – 2

June 15, 2008 by শ্রাবণ আকাশ

খুব অলস বলে বসে বসে বই পড়তে খারাপ লাগে না। সময়টা ভালোই কাটে।

গত সপ্তাহে ধরেছিলাম OSHO. এই কয়েকদিনে বলতে গেলে কয়েক পাতা হয়েছে। পাতা উলটানো তো দূরের কথা, একেকটা লাইনে আটকে থাকি অনেকক্ষণ। দর্শন ধর্মী কথাবার্তা হলে এই এক সমস্যা- এক লাইন পড়েই চিন্তার রাজ্যে হারিয়ে যেতে হয়। নিজের সাথে নিজের চলে কথোপকথন।

বইটাতে প্রায়ই Kabir (1398—1448, a mystic poet or poet sants of India)-এর কথা তোলা হয়েছে। এর সম্বন্ধেও আবার কিছুটা জানতে হল। কেননা এর কথার সূত্র ধরেই বইটাকে লম্বা করা হয়ছে।

God নিয়ে অসাধারণ কিছু কথাবার্তাঃ “When God is not visible he is God; when he becomes visible, he becomes Life.” ব্যাপারটা মনে ধরেছে। পড়তে থাকলে জীবন সম্পর্কে নেতিবাচক ধারনা মনে স্থানই পায় না।

 God সম্পর্কে সাগরের মাছের সাথে মানুষের তুলনাটা দারুন। সাগরের মাছ যদি বলে যে সে পিপাসার্ত তাহলে ব্যাপারটা যেমন হাস্যকর তেমনি মানুষ যদি বলে God কোথায়, তাহলেও ব্যাপারটা হাস্যকর কেননা “We live in the ocean of God.” তবে “লালন মরল জল পিপাসায়/ থাকতে নদী মেঘনা/ আমার হাতের কাছে ভরা কলস/ তৃষ্ণা মেটে না…” তাহলে ব্যাপারটা একটু ঘোলাটে…

দেখা যাক…

Category: ব্লগ

About শ্রাবণ আকাশ

Previous Post:যা পড়ছি…
Next Post:অর্থ জানলে প্রেম হয় জপলীলা

eBangla.org