• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

এভারগ্রিন বাংলাব্লগ সম্বন্ধে জানতে চাই

May 15, 2008 by অন্ধকারের গান

কেমন করে যেন পেয়ে গেলাম, ঠিক স্বপ্নে পাওয়ার মতোন করেই । হঠাৎই এসে গেলাম এই বাংলাব্লগে । কিন্তু আসারপর বুঝতে পারছিনা , ব্লগের জন্ম কতদিন, কারা কারা ব্লগ লিখছেন কিংবা এই ব্লগ কোথা থেকে কিংবা কারা চালাচ্ছেন । কৌতুহল থেকেই জিজ্ঞাসা । নিশ্চয়ই পুরোন (বা জড়িতরা) রা উত্তর দিবেন ।

জন্ম এই বঙ্গে, তাই কি করা জন্মগতভাবেই নতুন কারো সাথে দেখা হলেই অগোচরে মুখে চলে আসে কয়েকটা নিখুত প্রশ্ন, নাম কি? কি করা হয়? কোথায় থাকা হয়? কয়জনের পরিবার ইত্যাকার তাবৎ ব্যক্তিগত খোজখবর….. সেই অভ্যেসের বসেই এই জিজ্ঞাসা !

তবে নিশ্চিত করতে পারি, এরপর আর কিছু জাজ্ঞাসা করিবোনা, ব্লগের ব্যক্তিগত (!!) বিষয়ে । তবে এখানে নিয়মিত বকবক শুরু করলে জ্বালাতন করবো । কি চাই? আর কি কি অপশন প্রয়োজন ? কি হলে আরো একটু ভালো হয় , এমনতর নানা রকপ্যাচাল আর কি ।

সেযাই হোক, বাংলাব্লগের এই পরিধি আরো বাড়ুক, ছড়িয়ে পড়ুক আফগান থেকে আলাস্কায় ।  সবাইকে প্রথম পোস্টে আমার শুভেচ্ছা ।

Category: ব্লগ

About অন্ধকারের গান

Previous Post:বাংলা কবিতার ছন্দ
Next Post:বিরহনল

eBangla.org