• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

বাংলা কবিতার ছন্দ

May 8, 2008 by জাবেদ

বাংলা কবিতার ছন্দ

 ছন্দ কি এইটি সম্পর্কে সবার কিছুটা ধারনা আছে বলে ভেবে নিচ্ছি ছন্দ হলো একধরনের পের্টান যেমন চলার ছন্দ, গজেন্দ্রগামীনি যখন হস্তি হেটে যায় তার একটা ছন্দ আছে সে একটা ছন্দ  রক্ষা করে হেটে চলে বাংলা শব্দ কখন এক নিঃশ্বাসে , কখনো বিভাজন করে উচ্চারিত হয় যে শব্দ  মুক্ত ভাবে বা LONG SOUND  বা OPEN SYLLABLE – এ উচ্চারিত হয় বা শব্দ গুলো উচ্চারনে প্রলম্বিত  হয়। এদের কে মুক্তাক্ষর বলা হয়  আর   বদ্ধ ভাবে ( CLOSE SYLLABLE)- এ  উচ্চারিত হয় মানে (SYLLABLE) বিভাজনে সময় থেমে যেতে হয় দীর্ঘ করা যায় না এদেরকে বলে বদ্ধাক্ষর ইংরেজীতে যেমন vowel দিয়ে syllable শেষ হলে মুক্তাক্ষর বা Long sound বা open  syllable  হয় । যেমনঃ  stu/dent তেমনি consonant দিয়ে syllable শেষ হলে বদ্ধাক্ষর বা short sound বা close syllable হয় । যেমনঃ Pre/dict  ছন্দের বিভাজনের আগে আমাদের মুক্তাক্ষর ও বদ্বাক্ষর সম্পর্কে জানতে হবে মুক্তাক্ষর- যে শব্দ উচ্চারণের সময় প্রলম্বিত করা যায় যেমন সেই

বদ্বাক্ষর- যে শব্দ উচ্চারণের সময় প্রলম্বিত করা যায় না, থেমে যেতে হয়, যেমন চল,খল ইত্যাদি 

ছন্দ মূলতঃ তিন প্রকার ক)স্বরবৃত্ত ছন্দ  খ)মাত্তা বৃত্ত গ)অক্ষর বৃত্ত 

মাত্রা গননার ক্ষেত্রে ছন্দ বিভাজনের ভিত্তিতে তারতম্য ঘটেযেমন স্বরবৃত্ত ছন্দে বদ্বাক্ষর ও মুক্তাক্ষর সব সময় এক মাত্রা ধরা হয় স্বরবৃত্ত ছন্দ- বদ্বাক্ষর ও মুক্তাক্ষর সব সময় এক মাত্রা ধরা হয় মাত্তা বৃত্ত- মুক্তাক্ষর এক মাত্রা আর বদ্বাক্ষর দুই মাত্রা ধরা হয়

অক্ষর বৃত্ত- আধি/মধ্যে এক, শেষে দুই এবং বিচ্ছিন্ন দুই মাত্রা ধরা হয় বিস্তারিত পরে লিখব চলবে………

Category: ব্লগ

About জাবেদ

Previous Post:স্ববিরোধী ডান্ডা
Next Post:এভারগ্রিন বাংলাব্লগ সম্বন্ধে জানতে চাই

eBangla.org