দস্তাবেজ
আবুতাহের জাবেদ
প্রয়াত মার্কিন কবি এ্যালেন গিন্সবার্গ (১৯২৬-১৯৯৭)কে
একুশে ফেব্রুয়ারী এখন
মাতৃভাষা দিবস
গিন্সবার্গ তুমি আর
জেনে গেলে না যে তন্বী
উর্বর জমির মতো
ভাষার ভ্রুণ লালন
করে দীর্ঘ করেছে
রক্তে বর্ধিত করে
পৃথিবীর মানচিত্রে
বাংলাদেশ নামে যে
শিশুর জন্ম দিয়েছিল
সে এখন চিরযৌবনা
বিশ্বলোকে চন্দ্রমুখী
বিজয়ের স্বাদ পেল না
গিন্সবার্গ তুমি
মর্মস্পর্শী অনুভূতি নিয়ে
‘সেপ্টেম্বর অন যশোর রোড’
কবিতার পতি পংক্তিতে
হৃদয়নিংড়ানো ব্যথা প্রসব করেছো
তোমার আর আসা হলো না
স্বপ্লীল দেশে নিকোনো ওঠোনে
হেটে যাওয়া হলো না
নবান্নের উৎসবে
মেঠো পথের আ’ল ধরে
দিগন্তে হারিয়ে আর গেলে না
জসিম উদ্দিনের কাজল গায়ে
আর অতিথি হলে না
কাকের চোখের ন্যায় স্বচ্ছ
জলে পা রাখলে না
তবুও আবার
নিমন্ত্রণ রইলো অন্যরকম
তোমাকে অসংখ্য ধন্যবাদ‘
সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতার জন্য
তোমাকে ধন্যবাদ