সেদিন রাতে ক্লাস শেষ করে বাসায় ফিরবো, দৌড়ে এলাম ট্রেন স্টেশনে এসেই দেখি ট্রেনটা টা টা বলে চলে যাচ্ছে, অবশ্য ট্রেনটা না পাওয়ার জন্য একটাই মাএ কারন তা হলো ওদের সাথে আড্ডাটা একটু মারা বেশি হয়ে গিয়েছিল, মনে মনে বেশ রাগ হলো নিজের উপর কারন কিভাবে কাটাবো এই দেড় ঘন্টা সময়, বাসায় যাওয়ার জন্য আবার দেড় ঘন্টা পরে ট্রেন।
কি আর করার, সেলফ বার থেকে একটা গরম গরম কফি বের করে চললাম ওয়েটিং রুমে। কফিতো শেষ কি করবো এখন, এই মাত্র ক্লাস শেষ করে এলাম বই নিয়ে বসলে মাথাটা যেতে পারে, একটা কাজ করি ছোট কোন গল্প বা কবিতা লেখার চেষ্টা করি। ব্যাগ থেকে খাতা আর কলম বের করে প্রথমে একটি কবিতা লেখার মনস্থ করলাম, কিভাবে যে কবিতার শুরু হবে তাই ঠিক করতো পারছিলাম না। চারটি পৃষ্ঠা নষ্ট করে ভাবনা পরিবর্তন করলাম, না কবিতা না ছোট গল্প লিখবো আবারো একই সমস্যা গল্পটা শুরু হবে কিভাবে, অনেকক্ষন কলমের মাথা দিয়ে কোন রকম একটা আইডিয়া দিল এই গোবর ভর্তি মাথাটা, তা হলে গল্পটা শুরু হবে এভাবে কোন এক সুন্দরী অপরিচিতা মেয়ের হবে পরিচয় হবে কথা হবে আমাদের মাঝে গড়ে উঠবে বন্ধুত্ব তাও আবার স্বপ্নে, যখন স্বপ্ন ভেঙ্গে যাবে তখন আমি খুজে পাগল হয়ে যাব ইত্যাদি ইত্যাদি।
কিন্তু কয়েক লাইন লেখার পর কলমের কালি যেন শেষ হয়ে এলো, কলমের কালিতো আর শেষ হয়নি আমার ভাবনা দোয়াতের কালিই যেন শেষ হয়ে গেল বড়ই দুঃখের সাথে গল্পের ইতি টানতে হলো। ঘড়ির দিয়ে তাকিয়ে দেখি মিনিটের কাটা এখনো বারোর উপর আসেনি মানে ১২ টা বাজতে আরো পাঁচ মিনিট বাকী আর আমার ট্রেনের বাকী আরো ৪২ মিনিট । মোবাইলটা বেজে উঠলো ভাবলাম বাসা থেকে আম্মু হয়তো বা কল করেছে, পরে দেখতে পেলাম না শাকিল কল করেছে, ওমা ফোনটা ধরতেই আমাকে বলছে কিরে কই থাকিছ সারা দিন, সারা দিনে একবার ও কল করিছ না কি ব্যপার কি হয়েছে তোর …আমি বললাম আরে একটু থাম আমাকে কিছু বলতে দে আমার মোবাইলে ক্রেডিড ছিল না তাই কল করতে পারিনি, ও তাই সরি দোস্ত। তো কোই তুই? আরে আর বলিছ না এক মিনিটের জন্য আজ ট্রেন টা পাইনি আর তাই বসে বসে গল্প লেখার চেষ্টা করছি। অপার থাকে একটা অট্টহাসি দিয়ে বললো তুই আবার গল্প লেখতে পারিশ না কি আগে তো জানতাম না , কি লিখছোছ শুনি, না এখনো লেখা হয়নি। ওকে তুই তোর গল্প নিয়ে থাক আমি একটা নিপার সাথে কথা বলি। Ok ভাল থাক bye. শাকিলের সাথে কথা বলার পর আরো দুই লাইন লিখে ছিলাম । জানিনা কবে শেষ হবে আমার এই গল্প লেখা আমার অসামাপ্ত গল্পের তালিকায় নাম লেখাতে হবে কাল্পনিক স্বপ্নের রানীকে নিয়ে এই গল্পটিকেও।