Education is the backbone of a nation শিক্ষা জাতির মেরুদন্ডের ভুমিকা পালন করে। প্রতিটি জাতির ভবিষ্যত উত্তরণের পথ শিক্ষার সাথে নিহিত। জাতিকে সঠিক পথ প্রদর্শনে সহায়তা করে শিক্ষা মানবের আশেষ কল্যাণ সাধন করেছে। মহান রব্বুল আলামিন আঠারো হাজার মাখলুকাতের মাঝে একমাত্র মানবজাতিকেই শিক্ষার গুনে আলোকিত করছেন তাই মানুষ শ্র্রেষ্ঠ জাতি। আমরা যেহেতু মানুষ তাই আমাদের প্রতিটি কাজ ও পদক্ষেপের পিছনে সুদূরপ্র্রসারী কোন চিন্তা-দর্শণ থাকা চাই। আমাদের দেশের শিক্ষাব্যাবস্থা দু’টি ধারার সমন্বয়ে গঠিত। মাদরাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা।
আর মাদরাসা শিক্ষার মাঝে আবার দেখতে পাই দুইটি ধারা, কওমী মাদরাসা ও আলীয়া মাদরাসা (বাকী…)