১।
আমাদের বাড়ির পাশে, রাস্তায় জমা হয় ছিন্নভিন্ন সহস্র লোক,
ওরা কিছু কথা বলে, কথায় কথায় ঝরে ফুল আর পাখির পালক
তাদের মুখের ভাষা-অবয়বে লেগে থাকে
আমাদেরই সন্তানশোক
২।
বাতাস হঠাৎ যদি উচ্চারিত হয়,
শব্দ যদি হঠাৎ নিশ্চুপ,
হঠাৎ যদি বা দেখি জলকে পাশ কাটিয়ে নদী সরে গ্যাছে
… হঠাৎ দেহের থেকে মন যদি দেহ নিতে চায়
তবে এ-উৎসব আজ নিছক মৃত্যুর