পুরস্কার দিয়ে মানুষ মাপা যায় কিনা- এনিয়ে তর্ক হতে পারে; হতে পারে আবোল-তাবোল আঁতলামি। স্বপ্নকে শুধু মুখের বুলি দিয়ে নয়, কাজে-কর্মে তা লাখ লাখ মানুষের কল্যাণে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছেন- এর স্বীকৃতি-স্বরূপ ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ওসলোতে নরওয়ে নোবেল কমিটি পুরস্কৃত করেছ নোবেল দিয়ে। অনেক বড় একটা সুসংবাদ। আরো আনন্দ হচ্ছে এই ভেবে যে এ উপলক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূস-এর নামের সাথে বাংলাদেশের নামটাও পৃথিবীর সব প্রান্ত থেকে একযোগে উচ্চারিত হচ্ছে।