রুধিরে
জিজ্ঞাসিনু আমি,
কাহারও লাগিয়া এমন;
হইনু উচাটন?
কহিলঃ ভালোবাসার মানুষ সেইজন।
জিজ্ঞাসিনু রাধাচূড়ায়,
কেন নও লাল?
চুরিয়াছে কৃষ্ণচূড়া,
উত্তরে কইছাল।
কেন ভালোবাসা হয়?
কেনইবা প্রেম আসে?
মানুষ য্যান যুগ-যুগ
মাইনষ্যেরে ভালোবাসে।
আমার পরান করিল কে ক্ষত?
পরান যার ঠিক, তোমারি মত!
পরানটারে ছাড়ি, ক্যামনে কও বাঁচি?
পরানটারে রাখ তার,
পরানের কাছাকাছি।