বাংলা যুক্তাক্ষর বিভ্রাট
বিভ্রাট শব্দটি বোধ হয় ব্যবহার করা ঠিক হচ্ছে না তবু ব্যবহার করছি
টাইপের সুবিধা ও সৌন্দর্য মন্ডিত করার লক্ষ্যে যুক্তাক্ষর গুলো কিছুটা কর্তন ও বধির্ত করা হয়েছে , যেমন উদাহরণ স্বরুপ বলা যায়
‘বিজ্ঞান ‘শব্দটি যুক্তাক্ষরটি হলো (জ+ঞ), আবার পরীক্ষা শব্দটি (ক+ ষ)
এই মুহূর্তে একটি কথা না বললেই নয় সেইটি হলোঃ বাংলা যুক্তাক্ষের যেই অক্ষরটি উপরে থাকে সেইটি আগে উচ্চারিত হয় এইটিই নিয়ম
যেমন ‘চাদঁ ‘ কিন্তু আমরা সবাই ভুল করে লেখি ‘ চাঁদ ‘ এই চাঁদ লিখলে উচ্চারণ করা দুরূহ হয়ে দাড়াঁবে , নিয়ম অনুযায়ী ঁ উচ্চারণটি আগে করতে হবে কারণ অক্ষরটি উপরে অবস্থিত , এই চাঁদ বানানটি ভুল , শুদ্ধ বানানটি হবে চাদঁ , উচ্চারণটি হবে
প্রথমে চ , দ্বীয়তঃ ঁ এবং তৃতীয়ঃ দ ।
পাঠকের সুবিধার জন্য বহুল পরিচিত যুক্তাক্ষর গুলো নিম্নে দেয়া হলোঃ
ক্ষ (ক+ষ) পরীক্ষা
ঞ্চ (ঞ+চ) চঞ্চল
ঞ্ছ (ঞ+ছ) মন বাঞ্ছা , লাঞ্ছনা
জ্ঞ (জ+ঞ) বিজ্ঞান
ঞ্জ (ঞ+জ) ব্যঞ্জন
ষ্ণু (ষ+ণু) বিষ্ণূ
দ্ধ (দ + ধ) যুদ্ধ
গ্ম (গ+ম) যুগ্ম
দ্ম (দ+ম) পদ্ম
ন্দ (ন+দ) মন্দ
ন্ত (ন+ত) অন্তর
ন্ত্র (ন+ত্র) তন্ত্রি
ত্ত (ত+ত) উত্তর
ক্ত (ক+ত) মুক্ত
হ্ম (হ+ম) ব্রাহ্মন
ঙ্ক (ঙ+ক) অঙ্ক
ঙ্গ (ঙ+গ) বাঙ্গাল
গু (গ+উ) দ্বিগুন
ত্ম (ত+ম) আত্মা
ক্র (ক+ শুক্রবার
ত্রু (ত্র+উ) শত্রু
দ্ব (দ+ব) দ্বিগুন
ক্স (ক+স) বাক্স
দ্দ দ+দ চৌদ্দ
ষ্ট (ষ+ট) কষ্ট
স্ট (স+ট) বৃস্টি
স্থ (স+থ ) রাস্থা
ন্থ (ন+থ) পান্থ
স্ক (স+ক) স্কুল
ন্ঠ (ন + ঠ) কন্ঠ
ল্প (ল+প) অল্প
গ্ম (গ+ম) বাগ্মি
গ্ধ (গ+ধ) মুগ্ধ
ক্ক (ক+ক) পক্ক
দ্ভ (দ+ভ) উদ্ভিদ
ব্জ (ব+জ) কব্জি
প্স (প+স) লিপ্সা
জ্জ্ব (জ+জ+ব) উজ্জ্বল
চ্ছ (চ+ছ) বিচ্ছেদ
ন্ম (ন+ম) জন্ম
ন্ড (ন+ড) মন্ডল
প্ত (প+ত) সুপ্ত
ড্ড (ড+ড) গড্ডলিকা
ল্ল (ল+ল) কল্লোল
স্ব (স+ব) স্বল্প
ষ্ঠ (ষ+ঠ) ষষ্ঠ
চ্চ (চ+চ) বাচ্চা
ন্ধ্র (ন+ধ্র) রন্ধ্রে
ন্ত্র (ন+ত্র) তন্ত্রী
ঘ্ন (ঘ+ন) তমোঘ্নের কবি
স্ফ (স+ফ) স্ফীত