কোমল পায়ে ও সে হেটে যায়
পায়ের ছোয়াঁয় কমল দোলে
তার বেনী দোলে নিত্য নৃত্যের ছন্দে
প্রজাপতি হয়ে ওড়ে যায় মনটা তার
মেঘেরও বেলায় রোদের জোছনায়
কোমল পায়ে ও সে হেটে যায়
পায়ের ছোয়ায় কমল দোলে
তার বেনী দোলে নিত্য নৃত্যের ছন্দে
ভালবাসার নাও ভাসিয়ে ও সে
কোন দরিয়া নোঙ্গর ফেলে ও সে কার আশায়
কোন সে দেশে দেশে মেঘের মতন
ওড়ে যায় গা ছুয়ে সিক্ত করে মন ভিজিয়ে
প্রাণ জাগিয়ে কোথায় হারিয়ে সে যায়
কোমল পায়ে ও সে হেটে যায়
পায়ের ছোয়ায় কমল দোলে
তার বেনী দোলে নিত্য নৃত্যের ছন্দে