• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

গান

March 14, 2008 by জাবেদ

কোমল পায়ে ও সে হেটে যায়

পায়ের ছোয়াঁয় কমল দোলে

তার বেনী দোলে নিত্য নৃত্যের ছন্দে

প্রজাপতি হয়ে ওড়ে যায় মনটা তার

মেঘেরও বেলায় রোদের জোছনায়                        

কোমল পায়ে ও সে হেটে যায়

পায়ের ছোয়ায় কমল দোলে

তার বেনী দোলে নিত্য নৃত্যের ছন্দে  

ভালবাসার নাও ভাসিয়ে ও সে

কোন দরিয়া নোঙ্গর ফেলে ও সে কার আশায়

কোন সে দেশে দেশে  মেঘের মতন

ওড়ে যায় গা ছুয়ে সিক্ত করে মন ভিজিয়ে

প্রাণ জাগিয়ে কোথায় হারিয়ে সে যায়                    

কোমল পায়ে ও সে হেটে যায়

পায়ের ছোয়ায় কমল দোলে

তার বেনী দোলে নিত্য নৃত্যের ছন্দে  

Category: ব্লগ

About জাবেদ

Previous Post:পেন্টিয়াম ফোর থেকে কাসুন্ধি স্মৃতি
Next Post:বাংলা যুক্তাক্ষর বিভ্রাট

eBangla.org