কাসুন্ধি স্মৃতি শিউলি ভোর
শিশির ভেজা নগ্ন তার পা
জীবনানন্দের ঘাস
নরম গালের মত রোদ
পানকৌরীর ভেজা চকচকে তনু
পাখীর স্নান বেলা অবেলায়
সন্ধ্যায় মনে পড়ে যায় এখানে
চকচকে সে পয়সা হঠাৎ
ধানসিড়ি হঠাৎ যুদ্ধ
কাঠাল মুচি সময়
গেছে চলে বহু দূরে
লাল সেই পতাকা যুদ্ধ
বাহ্যিক শোক বৃষ্টি এইখানে
অণুষ্টান আছে শোক প্রকাশের
সেজে গুজে উপচে পড়া
শ্বেত মাংশাসি নারি সে
করে যায় গত রাত্রি যাপনের
বন্যপ্রনালী কাব্যকলায়
বিকিনি রৌদ্দূর পৌছে যায়
গভীর অন্দরে গহ্বরে এইখানে
কাচামিঠা আম টিপাফল
মর্দনে যেন মিস্টির ঘনত্ব
বেড়ে যেত শৈশবে তা
মনে পড়ে যায় মনে পড়ে