দুঃখ
আমার বাম অলিন্দে
নীল কষ্টের যমুনা
বহে নদীর মতন
ঘুমিয়ে আছি নিজের
মধ্যে গহীন বালুচরে
কাল দুঃখের মতন
যেমনি হংস বলাকা
ঘুমিয়ে থাকে নিজের
পালকের মধ্যিখান
অত্যন্ত সংগোপনে
প্রবেশাধিকার নেই
কারো সে দুঃখ রাজ্যে
সেটি শুধুই আমারি রাজত্ব
আমি উজানে তুলি পাল
সেনাপতির পতি আমি
ভাসিয়ে নিতে পারি উত্তাল
তরঙ্গের মত হঠাৎ থমকে
দাড়াঁই কোথা যেন
কিসের বাধাঁ আবার ঘাস
দুর্বা জমে ওঠে
মেঘের ঘনত্ব ক্রমান্বয়ে
ফেনিল হতে থাকে
ঝিরঝির বৃষ্টিতে
আমার উত্তাল মন
শীতল হাওয়ায় সিক্ত
শিশিরের মতো ভোর হয়