এখন বৃস্টিতে স্নাত
হয় না মৃত্তিকা আর
ফসফরাসে ভরে যায়
আমার স্বপ্লীল নদী
প্রচন্ড মাইক্রো ওয়েভ
নমনীয় তন্রী গলে যায়
এই খানে সব খানে
আমি নির্বাচিত হই গিনিপিকে
এক্সপেরিমেন্ট হয় মৃত্যু
হঠাৎ করেই খসে পড়ে
আপাদমস্তক যেমনি করে
খসে পড়ে আম যত্রতত্র
দস্যি ছেলে তীক্ষ্ণ ঢিলের আঘাতে
নিয়ন্ত্রিত তীক্ষ্ণ আলো
বিচ্ছূরিত হয় দিকে দিকে
চোখ খসে যায় অহরহ
ক্লাস্টার বিস্ফোরকে
হৃদয় আমার খরার মাঠ
রক্ত গঙ্গায় থকথকে
পলি আসে আরো আসে
নবান্ন আসে না আর
ঘরে ঘরে বছরান্তে