পরাণ…
দেহি ক্যেমনে ভুইল্যা থাকবার চাও,
ক্যেমনে ভুইল্যা থাহো আমারে
অন্তর তুষের অনলে পুড়ায়
পুড়ায় যৌবণ নিরন্তর
তোমারে তো মন দিছি
জানো সবই
জ্বলেনা কি তোমারও শরীল?
পুড়ায়না কি তোমারও ওই মন?
বাসনার জলছাপ অন্তর।
আমি কি মিছা কই?
সাচ্চারে তুমিই তো অস্বীকার যাও
ভালোবাইস্যাও কষ্ট ক্যান চাইপ্যা রাখ?
বুকে ক্যান টাইন্যা না লও…
সব বুইঝাও দূরে আছ,
দুরেই থাহো
স্বার্থপর।
কি কইবার চাও? খুইল্যা কও
কি আর কইবা? জানিইতো
এইতো কইবা-
আমি তোমার কেউনা, তুমিই আমার সব।