তোমার দৃষ্টিতে ঘোর !
ঘুণ পোকা ঢুকে যাচ্ছে, চোখ থেকে ক্রমশ বুকে
গলা বেয়ে নেমে আসতেই
সতর্ক খাকারি দিলে নিজেকে
পোকাটি নরম; স্থির কিছুক্ষন
অপলক চোখে তাকালে আবার তার দিকে
গাল দুঞ্চটো রক্তাভ লাল, মৃদু আগুনের আঁচ
বেলাভূমে লেপ্টে আছে চোখের পাতা
সীমান্ত দিচ্ছে পাড়ি সব সজারুর কাঁটা
তুমি আর নেই এখন তোমাতে
নোনা ঢেউ এ ঢুলছে মাতাল বাদামী ডিঙা
ঘুণ পোকাটা কাঁটছে গভীর করাত দাঁতে
কাঁটছে তোমার বুকের সযত্ন আলমারিটা