সুঁচালো গম্বূজ শীর্ষ । কম্পিত আকাশ- নির্মলার
ছুড়ে দিলো আচ্ছ্বাদন খুলে হঠাৎ কী খেয়ালে
উদ্যত চুম্বন ঠোঁটে, উন্মিলিত মধুদ্রোণ
ফেনায়িত জোয়ার, প্রগলভ স্রোত
আয়নায় কে দাঁড়িয়ে !
অদূরে কোথাও বাজে রেবেকা চৌধুরীর গান
মূর্হূ-মূর্হূ করতালি, মুখর শ্রোতার প্রাণ
ঋজু দুঞ্চখানি পা; জানে না ছলনা
চকিতে দাঁড়ায় ঘুরে, প্রতিবিম্ব ছেড়ে
নারীর কি কখনও মন থাকতে আছে ?