March 1, 2008 by সঞ্চারিণীআমার হাতের ছোঁয়া পেয়ে রক্ত-গোলাপ লাল হারায় গন্তব্যে ওড়ে যাওয়া পাখি দিক বদলে পিছু ফিরে চায় এই গোলাপের লাল , এই দিক হারা দিক একবার শুধু না হয় বলে দিক তাদের এমন বদলে যাওয়ায় কি-ই বা সুুখ খুঁজে তারা পায় ?Category: ব্লগTag: কবিতাAbout সঞ্চারিণীPrevious Post:কবিতা: দেয়াশলাই যুবকNext Post:রুমালের ভাঁজে