‘তোমাকে ভাল লাগে’ শুনতেই
মিটি-মিটি হাসে জোনাক-দ্যূতি
‘ভালবাসি’বলতেই –
উছল পাহাড়ী ঝর্ণা
‘তোমাকে চাই’বলে যদি কেউ
রঙধনুর ঘোমটা টানে লাজে
‘কাছে এস’ শুনে
দৌড়ে পালায় মায়া-হরিণী
‘মেয়ে, তুমি আমার হবে’প্রশ্ন করতেই
কাশফুলের আল্তো ছোঁয়ায়
গোলাপ গাল টোল ফেলে হেসে বলে :
– তা কি করে হয় ?
‘কি করে হয়, মানে?’ বলতেই বলে উঠে :
– আমি যে এখন হয়ে গেছি তার ,
তোমার হয়ে আর নেই তো !