• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

কবিতাঃ নিয়ত মৃত্যু

October 5, 2006 by সঞ্চারিণী

শরীরের ভেতর শরীর জ্বলে
উনুনে আগুন জ্বলে কি দাহে?
ফাগুনহীন এ কেমন দহনে পুড়ে রক্ত
পুড়ে হাড্ডি মজ্জা মাংস স্নায়ু-রজ্জু

তৃষ্ণায় চৌচির চাতকির প্রাণ, নিরবে গুমড়ে কাঁদে মনের মাধুকী
কন্ঠ-নালী চেপে ধরে আছে নর-পিচাশ
যেন নিয়ত খুনের খেলা দিচ্ছে তা’কে কত-না সুখ!
আদিম শিকার নেশা যায় না পুরুষের

নারী যেন শুধু কামনা সর্বস্ব মনহীন দেহ এক
মাংসের লোভ লেহন করে পশু-হিংস্রতা
বিভত্স লোলুপ চোখ দেখে কলসের বাঁক
          ঊরুর কদলী, জংঘা ঋজু

আমি এক নারী, নিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
জমিয়ে রাখছি ঘৃণা ধিক্কার অভিশাপ মেশা থুথু
আমার থুথুর বৃষ্টি-ছাঁদ হবে দুর্বিনীত পুরুষদের মুখ
ওরা চাতক পাখির মত সেই থুথুগুলো গিলবে

Category: ব্লগ

About সঞ্চারিণী

Previous Post:সারা রাত তুমি হেঁটেছ আমার নির্ঘুম স্বপ্ন পথে
Next Post:আঞ্চলিক কবিতাঃ কোন অনলে পুড়ি

eBangla.org