এই মুহুর্তে আছি হালকা-পাতলা। দুদিন আগে একটা স্বপ্ন দেখেছি। এত পরিষ্কার আরে এত বাস্তব বলে মনে হয়েছিল যে ঘুম ভেঙে গেলে কান্না পেয়েছিল। সাধারণত ঈশ্বরকে বিরক্ত করি না। কিন্তু সেদিন ঘুম থেকে উঠে প্রার্থনা করেছিলাম- শুধু এই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে দুনিয়ায় আর কোন কিছু চাইনা। স্বপ্নটার কথা মনে হলেই এক ধরনের “সুখের মত ব্যথা” অনুভব করছি। কিন্তু সত্যিকার বাস্তবতা…জানিনা কি হবে!
যাহোক, ইচ্ছে করলেওতো অনেক কিছু হাতের কাছে থাকে না। আর সব নিয়ে যদি চলাফেরা করতে হয় তো মাথার বোঝাটাই শুধু ভারী হয়।
পছন্দের গানের একটা সিডি করেছিলাম। জানিনার আমার সুরের সাথে কার সুর মিলেছিল… কেউ সিডিটা নিয়ে গিয়েছে। জানি আর যেই হোক কিন্তু “সে” নয়। কি করে হবে! “আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে/ সাত-সমুদ্র তের নদীর পারে…” তাই মেজাজটা আবার একটু খারাপ।