সেই মেয়ে যাকে
বলি চন্দ্রকলা
মনেরও রঙ্গে
রঙ্গের খেলায়
বাধঁব তাকে
হৃদয় অলিন্দে
ষোল কলায় সে
ওঠবে সেজে
বৃষ্টির সৃষ্টিতে
রচিত হল যে
ছন্দিত ঝুমকা
পরাব তোমায়
আপন হাতে
বৃষ্টি ভেজা রাতে
সাজাব তোমায়
ওড়নি মেঘের
স্নিগদ্ধ ছোয়ায়
মন ভিজে যার
তার ছোয়াঁয়
সেই মেয়ে যাকে
বলি চন্দ্রকলা