নয়নে জল আমার মনে আশঙ্কা, আকাশজলে স্বপ্নাশা যাবে ভেসে,
প্রিয়জনের বিরহে কেঁদে সজল আমি আজো বসে আছি আশে।
বিমনা হয়ে উদাস নয়নে তাকিয়ে দেখি সুর্যকে দেখে চাঁদ হাসে,
আমার মনের কথা শুনে শ্রবণা খিলখিল করে শ্রাবণের আকাশে।
শ্রাবণ আকাশ, কবিতাটা আপনার জন্য লেখলাম। জানিনা কেমন হয়েছে আর তার কারণ হল অন্তর্জ্বালা নিভেছে আজ অনেক বছর হয়। তবুও আপনার কৌতূহল দূর করার জন্য চেষ্টা করলাম। দরাজ হয়ে মনের কথা জানাবনে।