মহৎ কবিতাগুলো আমাদের সকরুণ শত্রুতার মধ্যে নেই
ওরা থাকে বড়োজোর স্নিগ্ধতার সংঘাতে
আর যাহোক যেখানে রক্ত নেই
মানুষে-মানুষে, মানুষে-প্রাণীতে
প্রাণীতে-প্রাণীতে, প্রাণীতে-উদ্ভিদে
উদ্ভিদে-উদ্ভিদে, উদ্ভিদে-প্রাণীতে
এমনকি জড়ে-জীবে
যেখানে রয়েছে সখ্যভাব
স্নিগ্ধতা তো সেখানেই ফলে
সেখানেই মহৎ কবিতারা থাকে
আমাদের একটা জীবন সতত ফুরিয়ে যাচ্ছে শত্রুতায়
হায়, আমাদের কবিতা কোথায়
মহৎ কবিতা