কাল রাতে শুতে যাবার আগে লেখাটি মনে হয় হঠাত্ শেষ করে ফেলেছি। আসলে ঐটুকু লেখার আর কিছু মনে আসছিল না। যা আসছিল তা শুয়ে পড়ার পর। কিন্তু তখন আর উঠতে ইচ্ছে হচ্ছিল না। আজ ঘুম থেকে উঠে লিখতে এসে কাল রাতের কোন কিছুই আর মনে করতে পারছিনা।
দৈনিক প্রথম আলোর ‘ছুটির দিনে’র রাশিফলে কাওসার আহমেদ চৌধুরী লিখেছেন- “এখন ব্যস্ত কাটে দিন; সুন্দর স্বপ্ন কিছু, বাকিটা প্রস্তর-কঠিন। ··· ছন্দে বোঝাতে গিয়ে এইভাবে বললাম কথাটা। বর্তমান সময়টা শুভ একটা ক্ষেত্রের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে। সেই জন্যই আপনাকে চলতে হচ্ছে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানের সেই কলিটি মনে পড়ে কি? – ‘এগিয়ে চলার দিন এসেছে, তাই এতো সংঘাত।'”
অন্য কোন ভাষায় নিজের বর্তমান অবস্থাটা এর চেয়ে ভালো করে প্রকাশ করতে পারতাম না।