দুঃখ পেয়েছে বুদ্ধবাবু- শান্তিকে আনো ধরে।
এখোনো তোমরা অধোমুখ কেন ?
নাম করো জোরে জোরে ।
জয় বুদ্ধ, জয় বিমান, জয় সিপিএম রাজ ।
লাল পতাকার হাওয়া দাও আর
পরাও মাথায় তাজ ।
তোমার বাড়িটা পুড়ে গেছে আর
তোমার ছেলেটা মৃত ।
তাতে কি হয়েছে, শান্তি আগুনে
ওরা যে গব্য ঘৃত ।
নাতির রক্তে ভেজা এই মাটি
মায়ের রক্তে ঘর-
মেয়েকে তোমার পাওনাই খুঁজে –
নিয়ে গেছে বর্বর –
বুদ্ধবাবুর কেডার বাহিনী-
ধ্বংসলীলায় মেতে ।
এখন এনেছে শান্তির জল
কাটা ঘায়ে ছিটে দিতে ।।