পিউ, এখন যদি কেউ তোমাকে ডাকে
ঐ-দূরে, ঐ তাল-তমালের ফাঁকে ফাঁকে,
ঘুঘু ডাকা দুপুর বেলা
ছায়া ফেলা দিঘীর মতন
তোমার চোখে তাকিয়ে বলে-
আর নয়, আর নয় এখানে থাকা
এই শহর মেকী সভ্যতাতে ঢাকা,
আমরা যাই ফিরে সেই বন্য প্রেমের নগ্নতাকে ঘিরে
তোমার সহজ সরল হৃদয় মন্দিরে
সেইখানে সেই পূর্বদিশায় হাড়িয়ে যাওয়া
এই জীবনের মানে তুমি মানবে কি তা !
পূর্ব্বিতা !