টিভিতে হুমায়ূন আহমেদের সিরিয়াল নাটক ‘কবি’ প্রচারিত হচ্ছে। ‘কবি’ উপন্যাসটি অনেক বার পড়া হয়েছে। আবার পড়ছিলাম। আতাহারের বাবা মারা যাবার পর নীতু খবরটা জানল। আতাহার জানালো, “‘…বাবা গত রাতে মারা গেছেন।’
“নীতু সঙ্গে সঙ্গেই আতাহারকে জড়িয়ে ধরল। চিরন্তন মমতাময়ী নারী তার সুবিশাল বাহু প্রসারিত করল। আতাহার কাঁপছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নীতু তার পিঠে গভীর মমতায় হাত বুলিয়ে দিচ্ছে।”
কিছুক্ষণ থমকে গেলাম। উপরের দিকে তাকালাম। সিলিংয়ে দৃষ্টি আতকে গেল। কেন জানিনা মনটা সম্পূর্ণ ঘুরে গেল দেশের দিকে। আজ নিজেদের বা স্বামী-সন্তানদের কুকর্মে হাত প্রসারিত করার জন্য এই মাতৃশ্রেণীয় একটা অংশকে বিচার করে জেলে দিতে হচ্ছে…বড়ই আপসোস!